fbpx

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফিরছে বাংলাদেশের ফুটবল

দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল। করোনা ভাইরাস মহামারীর কারণে গত মার্চ থেকেই বন্ধ বাংলাদেশের ফুটবল। ইতোমধ্যে বিশ্বের বেশিরভাগ দেশে ফুটবল ফিরলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বাংলাদেশের ফুটবল ফেরাতে তেমন তড়িঘড়ি দেখা যায়নি। অবশেষে ঘটতে যাচ্ছে অপেক্ষার অবসান।

আগামী নভেম্বরে নেপাল জাতীয় ফুটবল দলের সাথে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে নেপালকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। কিছুদিন আগে বাংলাদেশ সফরে আসার জন্য নেপালকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। তাতে ইতিবাচক সায় দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। নেপালের স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বাফুফেকে সম্মত হওয়ার কথা জানিয়ে দিয়ে আনফা।

আনফা জানিয়েছে, ১১-১৯ নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে তারা।

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করলে গত মার্চেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলের আসর স্থগিত করে দেয় বাফুফে। সেইসাথে বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের চলতি বছরের সবগুলো ম্যাচ স্থগিত হয়ে যায়। ফলে দীর্ঘদিন ফুটবলের বাইরে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই অবশ্য প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের। আগামী ১ নভেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবলের ২০২০-২১ মৌসুমের দলবদল এবং শেষ হবে ১৫ ডিসেম্বর। তারপর ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর কথা জানিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।