fbpx

অথচ তখন মেসিকে প্রায় কিনে ফেলেছিলো চেলসি

লিওনেল মেসির ট্রান্সফার বরাবর ই স্বপ্নের মতো। যখন গুঞ্জন ওঠে, সব ভাসিয়ে নিয়ে যায়। তবে এবার গুঞ্জন উঠেছে ছয় বছর আগে হওয়া ব্যাপার নিয়ে।

এই আর্জেন্টাইন এর স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানোর কথা ছিল! সেটা আজকের কথা না, ২০১৪ এর কথা।

চেলসির বার্সেলোনা থেকে ২০১৪ তে সাইন করানোর কথা লিওনেল মেসিকে। অন্তত এমনটাই জানা গেছে জিয়ালুকা ডি মার্জিওর নতুন বই গ্র‍্যান্ড হোটেল ক্যালসিওমারক্যাটো থেকে।

বই থেকে বোঝা যায়, মেসি ‘দ্যা ব্লুজ’ এ যোগ দেবার জন্যে মুখিয়েই ছিলেন তার উপর আসা ‘কর ফাঁকির’ অভিযোগের কারণে। শুধু তাই না, ব্লুজের ম্যানেজার জোসে মৌরিনহোর সাথে এক দফা ভিডিও কলেও কথা বার্তা অব্দি হয়েছিল তার!

আর্জেন্টিনার সেট করা ২৫০মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ভেঙেই চেলসি দলে ভেড়াতে চেয়েছিলো মেসিকে। সাথে ৫০মিলিয়ন ইউরোর নেট স্যালারী তো আছেই। মেসির এক পা তবে চেলসিতে গিয়েই পড়ে ছিল, কিন্তু মেসির পিছিয়ে আসার কারণ কি?

তার বাবার একটা কল। তার বাবা ছিলেন এ সীদ্ধান্তের একদমই খেলাফে! সেকারণেই মূলত এ আশা ছেড়েছেন মেসি। যাওয়া হয়নি চেলসিতে।