fbpx

বড় টাকা খরচ করে বড় ডিফেন্ডারকে আনতে যাচ্ছে ম্যানইউ

চলতি মৌসুমে ম্যান ইউ নিজেদের ঘর সামলাতে বেশ ভূগছে। মাত্র কয়েক ম্যাচে তারা হজম করেছে ১১ গোল। ট্রান্সফার উইন্ডো শেষ হবে শুক্রবার সন্ধ্যায় তার আগেই একজন দামী কোন ডিফেন্ডারকে দলে ভেড়াতে চায়ছে ম্যান ইউ। সেভিয়া স্টার জুলস কাউন্ডকে দলে নিতে চাইছে ক্লাবটি। এর জন্য ক্লাবটিতে খরচ করতে হবে কমপক্ষে ৯০ মিলিয়ন ইউরো। বিট্রিশ ইএসপিএন সেরকমই তথ্য দিচ্ছে।

গত মৌসুমে এই স্টার ২৫ লা লিগে ম্যাচে ১৪টি ক্লিন সিট করেছেন এবং দলকে চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফেকশন এনে দিয়েছেন। হ্যারির পিছনে ম্যান ইউ অনেক টাকা খরচ করেছে কিন্তু কোন ফল পায়নি যেটা লিভারপুল ভ্যান ডাইকের কাছ থেকে পেয়েছে। সেভিয়া স্টারের সাইনিং আছে ২০২৪ সাল পর্যন্ত যেটা ব্রেক করে আসতে গেলে ম্যান ইউকে খরচ করতে হবে কমপক্ষে ৯০ মিলিয়ন ইউরো।

কদিন আগে অবশ্য ম্যান ইউ পচেত্তিনোর সাথেও বারবার যোগাযোগ করেছিল। যদিও সেসব কিছু হঠাৎ থেমে গেছে বলে মনে হচ্ছে। আগের কোচকেই রেখে দিতে পারে ইউনাইটেড।