fbpx

বন্ধুকে কিনতে মরিনহোকে চাপ দিচ্ছেন বেল

টটেনহ্যাম কোচ হোসে মরিনহোকে মোটামুটি বড় ধরনের চাপ দিচেছন গ্যারেথ বেল। সোয়ানসি ডিফেন্ডার জো রোডনকে দলে ভেরাতে বেশ জোরে সোরে কাজ শুরু করছে টরেটনহ্যাম। আর এখানে মরিনহোকে সবথেকে বেশি চাপ দিচ্ছেন গ্যারেথ বেল। শুক্রবার সন্ধ্যায় শেষ হয়ে যাচ্ছে ট্রান্সফারর উইন্ডো। এর আগে মরিনহো চাইছেন একজন সেন্টার ব্যাককে দলে ভেড়াতে।

সার্জিও রিগুইলোনকে দলে ভেড়াতে ইতোমধ্যে অনেক বড় টাকা খরচ করেছে ক্লাবটি। ইন্টার মিলান থেকে মিলান স্ক্রিনারকে নেবার চেষ্টা করছিল স্পেশাল ওয়ান কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অনেক আগেই। সে যা হোক বেলের জাতীয় দলের বন্ধুর জন্য মরিনহো ১৮ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বলে জানিয়েছে বিট্রিশ গনমাধ্যম। তবে মরিনহো এই ব্যাপারে ক্লাবের সবার সাথে কথা বলবেন, আদৌও তাকে নিলে দলের লাভ হবে কিনা সে ব্যপারে সিদ্ধান্ত চুড়ান্ত করবেন মরিনহো।

তবে মরিনহোকে বেশ চাপেই রেখেছে বেল এটা নিশ্চিত করেছেন দ্য স্পেশাল ওয়ান নিজেই।