fbpx

জাপান না, বাংলাদেশের হয়ে খেলতে মরিয়া সুমাইয়া

মেয়েটার জন্ম জাপানে হলেও, সে স্বপ্ন দেখে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে ফুটবল মাঠ মাতানোর। মেয়েটার নাম সুমাইয়া, বয়স ২০ পার হয়েছে সবেমাত্র। সুতরাং তাকে খেলানো যাবে জাতীয় দলে। সিনিয়র জাতীয় ক্যাম্প শুরু হলে তার ডাক পাওয়া একরকম নিশ্চিত।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন পছন্দ করেছেন সুমাইয়ার খেলা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে বাফুফে ভবনে ডেকে আলোচনাও করেছেন ছোটন বলে জানা গিয়েছে বেশ কিছু সুত্রে। বাবা মাসুদুর রহমান বাংলাদেশী হলেও মা জাপানের মাতসুশিমা তমোমি।

সুমাইয়া যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২ বছর। শৈশব থেকেই তিনি ফুটবলের প্রতি অনুরাগী। সুমাইয়া জাপানের সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে ‘এ’ লেভেলে লেখাপড়া করছেন। সুমাইয়া এখন আইএমসি স্পোর্টিং একাডেমিতে খেলছেন।

২০১৮ সালে স্কুল ফুটবল দলের নেতৃত্বে থেকে আন্তঃইংলিশ মিডয়াম স্কুল ফুটবল টুর্নামেন্টে তার দলকে চ্যাম্পিয়ন করেন এবং সেরা খেলোয়াড় হয়েছিলেন সুমাইয়া।

ছবি ও তথ্য সংগ্রহঃ জাগো নিউজ

আরআই/এসএএস/জেআইএম