fbpx

করোনা জয় করে অনুশীলনে ফিরলেন দীপক চাহার

শেষের দুই দিন একাএকা নেটে বোলিং করেছেন। ১৪ দিনের আইসোলেশন এবং ৩ ধাপে করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ। ফলে দলের সাথে অনুশীলনে ফিরতে কোন বাঁধা ছিল না চাহারের। বিসিসিআই তাকে শুক্রবার থেকেই দলের সাথে অনুশীলনের অনুমতি দিয়েছে।

চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘শুক্রবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামছে দীপক। ওকে অনুমতি দিয়েছে বিসিসিআই।’’

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হওয়ার পরে ১৪দিন আইসোলেশনে কিভাবে সময় কাটিয়েছেন এই পেসার। কী ভাবে কাটল এই ১৪দিন? চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে চাহার বলেছেন, ‘‘দলের অনুশীলনের বেশ কিছু ভিডিও দেখেছি। কী ভাবে সবাই প্রস্তুতি নিচ্ছে, তাতে নজর রেখেছি। সব কিছুর ইতিবাচক দিক আছে। সে রকম ভাবেই সব কিছু দেখি আমি। ঘরের মধ্যে থেকে ট্রেনিং করেছি যাতে প্রত্যাবর্তনের সময় কোনও সমস্যা না হয়।’’

মূল অনুশীলনে নামার আগে কিছুক্ষণ নেটে বোলিং করার ফলে ছন্দ ফিরে পেতে শুরু করেছেন এই ভারতীয় পেসার। যেটি তাকে অনুশীলনে সাহায্য করবে উল্লেখ করো চাহার আরও বলেন, “সত্যি বলতে, একা নেটে বল করতে পেরে কিছুটা স্বস্তিবোধ করছি। আশা করি, এই ছন্দ অনুশীলনেও বজায় রাখতে পারব।’’

মুম্বাইয়ের বিপক্ষে ১৯ তারিখ আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবে ধোনির চেন্নাই। চাহার প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি। তাই চুড়ান্ত সিদ্ধান্ত জানতে হলে অপেক্ষা করতেই হচ্ছে।

বিস্তারিত