fbpx

বাংলাদেশের দর্শকরা সনি টেনে দেখতে পারবে লা লিগার ম্যাচ

গত সিজনে হঠাৎ অদ্ভুত এক চুক্তি করে স্প্যানিশ লিগ লা লিগা কতৃপক্ষ। উপমহাদেশে সম্প্রচারের জন্য কোন চ্যানেলের সাথে চুক্তি না করে লা লিগা চুক্তি করে ফেসবুক কতৃপক্ষের সাথে। যে কারণে লা লিগার ম্যাচগুলো দেখতে হতো ফেসবুকে।

তবে নতুন সিজনের সবগুলো ম্যাচ সনি টেন টুতে দেখা যাবে বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে পাঁচ বছরের চুক্তি বাতিল করে সনি, যার কারণে গতবছর টেলিভিশনের পর্দায় খেলা দেখতে পারেনি দর্শকরা। তবে সে ঝামেলা এবার থাকছেনা, সনিতে খেলা দেখতে পারবেন দর্শকরা। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের সাথে চুক্তি নবায়ন করেছে স্টার স্পোর্টস।

বিজ্ঞাপন

নতুন চুক্তির শর্তগুলো যদিও অফিসিয়ালি এখনও প্রকাশ করেনি কোন কতৃপক্ষ।